ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান রাজ কলেজে এবিভিপি ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র সংসদ সমর্থিতদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কলেজ চত্বরে।
শনিবার এবিভিপি- র ছাত্রছাত্রীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা অশ্লীলভাবে তাঁদের কু ইঙ্গিত করে। এদিনও কয়েকজন ছাত্র এবিভিপি সমর্থক ছাত্রীদের গায়ে হাত দেয়। ধাক্কাধাক্কি করে। এতে এবিভিপি র এক ছাত্র আহত হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছে। তারই প্রতিবাদে এদিন এবিভিপি ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভেও বসে।
এবিভিপি-র জেলা প্রমুখ অনিরুদ্ধ বিশ্বাস জানিয়েছেন, এই ঘটনায় বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনায় রাজ কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও এব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রাসবিহারী হালদার জানিয়েছেন, এই ধরণের সংস্কৃতিতে তৃণমূল ছাত্র পরিষদের কেউ জড়িত নয়। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
তিনি দাবী করেছেন, রাজ কলেজে বিজেপি সমর্থিত এবিভিপি বলে কিছু নেই। তবে কয়েকজন ছাত্রছাত্রী কয়েকদিন ধরেই তৃণমূল ছাত্রছাত্রীদের নানাভাবে উত্যক্ত করছে বলে সংসদ অফিসে অভিযোগ জমা পড়ছিল। এদিন সেই অভিযোগের ভিত্তিতেই তাদের সতর্ক করা হয়েছে। তবে কখনও মারধর করা হয়নি। এদিকে, এই ঘটনায় রাজ কলেজে উত্তেজনা দেখা দেওয়ায় বর্ধমান থানা থেকে পুলিশ কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।