Headlines
Loading...
বর্ধমানে পুলিশের বাড়িতেই চুরি,প্রশ্নের মুখে পুলিশ।

বর্ধমানে পুলিশের বাড়িতেই চুরি,প্রশ্নের মুখে পুলিশ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমান শহরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এবার খোদ পুলিশের বাড়িতে চুরি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ১১ নম্বর ওয়ার্ডের হ্যাচারী রোডের ক্ষুদিরাম পল্লীতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,পুলিশ কনস্টেবল কল্যাণ কোনারের বাড়িতে কেউ ছিল না। তার বাড়ির নীচ তলায় ভাড়াটিয়া থাকে। প্রথমে উপরে ওঠার সিড়ির দরজার তালা ভেঙে পরে উপরের ঘরের দরজা ও আলমারীর তালা ভেঙে লুটপাট করে দুষ্কৃতীরা।৮ ভরি সোনার গহনা ও নগদ ১২ হাজার টাকা  নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা বলে অভিযোগ।
উল্লেখ্য,গত সাত মাস ধরে লাগাতার বর্ধমান শহরে একের পর এক চুরির ঘটনা ঘটছে।কখনো গৃহস্থের বাড়িতে তো কখনো মন্দিরে। বাদ যাচ্ছে না প্রাক্তন পুলিশ অফিসার থেকে কর্মরত পুলিশ কর্মীও। 
কল্যাণ কোনার বর্তমানে পূর্ব বর্ধমানের রায়না থানায় কর্মরত। চুরির ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কল্যাণ বাবু। বর্ধমান থানার পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে শহরে একের পর এক চুরি ঘটনায় প্রশ্নের মুখে বর্ধমান থানার পুলিশ।
                                                                           ছবি -সুরজ প্রাসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});