ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:সম্প্রতি বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাইক রেসিংয়ের বলি হয়েছে একাধিক তরুণ। সঠিক নিয়ানুবর্তীতা না মেনে বাইক চালানোর জন্যই দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে তাঁদের বলে শুক্রুবার বর্ধমানে একটি অনুষ্ঠানে জানালেন ফ্যালকন মোটর স্পোর্ট ক্লাবের কর্ণধার শঙ্কর মুরারকা। এদিন সেফ ড্রাইভ,সেভ লাইভ এই বার্তাকে সকলের কাছে পৌঁছে দিতে বর্ধমান শহরের উপকণ্ঠে একটি রেস্তোরায় একটি অনুষ্ঠানের আয়জন করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৭৫ জন বাইক রাইডার এই অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও দিল্লি ও হায়দ্রাবাদ থেকেও দুটি টিম বর্ধমান আসে বাইক চালিয়ে।
শঙ্কর বাবু এদিন বলেন, রেসিং আর রাইডিং এর মধ্যে পার্থক্য সকলকে বুঝতে হবে। রাইডিং হল সঠিক নিয়ম মেনে বাইক চালানো। আর রেসিং মূলত ট্র্যাকে হয়। একটা নির্দিষ্ট জায়গা,যার চারদিক ঘেরা থাকে। নিরাপত্তা ব্যাবস্থার মধ্যে লেদার জ্যাকেট,প্যান্ট,গ্লাভস,জুতো,হেলমেট পড়ে প্রতিযোগিতায় নামতে হয়। কিন্তু এখন যারা যেখানে সেখানে রেসিং বাইক চালাচ্ছেন সেটাকে 'রাস রাইডিং' বলা যেতে পারে। আজকাল যে এতো দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে তার কারণ এই 'রাস রাইডিং'। শঙ্কর বাবু বলেন, বাইক চালাতে ভালোবাসেন অথচ রাস রাইডিংএর প্রবণতা আছে এমন সকলের জন্য একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ বাইক রাইডাররা এদিন বাইক চালানোর প্রাথমিক শর্ত এবং নিয়ম সম্পর্কে সকলকে সুন্দর ভাবে জানান।
ছবি - সুরজ প্রসাদ