ফোকাস বেঙ্গল ডেস্ক,নয়াদিল্লি : হাই প্রোফাইল ব্যক্তির বিয়ে বলে কথা। তাই কোহলির আমন্ত্রণ রক্ষার পাশাপাশি বৃহস্পতিবার নব দম্পতিকে আর্শীবাদ করতে দিল্লির তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাজির ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা।ছিলেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররাও । তবে শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার দ্বিতীয় টি- ২০ ম্যাচ থাকায় রোহিত শর্মারা হাজির থাকতে পারেননি। ১১ ডিসেম্বর ইতালিতে অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ফিনল্যান্ডে হানিমুন সেরে দেশে ফিরে বিয়ের প্রথম রিসেপশন দিলেন কোহলি-দম্পতি। রিসেপশনে অনুষ্কার পরনে ছিল লাল রঙের বেনারসি। বিরাট পড়েছিলেন কালো রঙের শেরোয়ানি। আগামী মঙ্গলবার মুম্বইতে কোহলি দ্বিতীয় রিসেপশনের আয়োজন করেছেন। মুম্বইতে ঐ রিসেপশনে সচিন থেকে বিগ বি অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের হাজির থাকার কথা। মুম্বইয়ে অনুষ্ঠানের পরেই সস্ত্রীক দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন বিরাট। আগামী বছরের গোড়াতে দেশে ফিরে অনুষ্কা মুম্বইতে আনন্দ রাইয়ের ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।