Headlines
Loading...
লক্ষ্য পঞ্চায়েত,জনসংযোগ যাত্রায় বের হলেন মুকুল রায়।

লক্ষ্য পঞ্চায়েত,জনসংযোগ যাত্রায় বের হলেন মুকুল রায়।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বীরভূম:জেলায় নতুন মুখের সন্ধানে জনসংযোগ যাত্রায় মুকুল রায়। শুক্রবার বীরভূম থেকে তিনি জনসংযোগ যাত্রা শুরু করেন। এরপর সেখান থেকে যাবেন উত্তরবঙ্গের রায়গঞ্জে। তারপর যাবেন জঙ্গল মহলের জেলা গুলিতে। পুরুলিয়া থেকে বাঁকুড়া জঙ্গল মহলের প্রত্যন্ত গ্রামগুলির বুথে বুথে তিনি ঘুরবেন বলে মুকুল রায় জানিয়েছেন। ১৫ দিন ব্যাপি জনসংযোগ যাত্রা শেষ করে এরপর তিনি কলকাতা ফিরবেন। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। নতুন বছরের শুরুতেই তাই মুকুল রায়ের পাখির চোখ শাসক দলের সংগঠনে ফাটল ধরানোর দিকে। সেই লক্ষ্যে জনসংযোগ যাত্রায় বের হয়েছেন তিনি বলে জানান মুকুলবাবু ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});