Headlines
Loading...
যামিনী রায় পুরষ্কার পেতে চলেছে বর্ধমান আদর্শ বিদ্যালয়।

যামিনী রায় পুরষ্কার পেতে চলেছে বর্ধমান আদর্শ বিদ্যালয়।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:রাজ্যের স্কুল শিক্ষার ক্ষেত্রে যামিনী রায় পুরষ্কার জয় করল বর্ধমান আদর্শ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক)। মঙ্গলবারই এই সুখবর এসে পৌঁছেছে স্কুলে। জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক শারদ্বতি চৌধুরী জানান, রাজ্যে স্কুল শিক্ষার ক্ষেত্রে এই পুরষ্কার সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুল এই পুরষ্কার পায়।
স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার দে জানান, এবছর গোটা রাজ্যে হাইস্কুলের ৩টি এবং প্রাথমিকের ৩টি স্কুল যামিনী রায় পুরষ্কার ২০১৭ পাচ্ছে। তিনি জানান, আজই তিনি জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক শারদ্বতি চৌধুরীর কাছ থেকে এই খবর পান। এই খবরে গোটা স্কুলে খুশির হাওয়া। আগামী ১৫ ডিসেম্বর কলকাতার মহাজাতি সদনে তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে। পুরষ্কারের আর্থিক মূল্য ৫০০০০ টাকা।
জানা গেছে, প্রতি জেলা থেকে দুটি বিভাগে ১টি করে স্কুলের নাম পাঠানো হয়। সম্প্রতি ইউনিসেফ ও রাজ্য সরকারের প্রতিনিধিরা এই স্কুলে এসে ৫ ঘণ্টা ধরে সব কিছু যাচাই করে যান। স্কুলের সামগ্রিক বিষয় সম্পর্কে তারা পর্যবেক্ষণও করেন।
বর্ধমান আদর্শ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) ছাড়াও এই পুরষ্কারে মনোনীত হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং জলপাইগুড়ি জেলার দুটি হাইস্কুল। প্রাথমিক স্কুলের ক্ষেত্রে মুশির্দাবাদ, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণার একটি করে স্কুল মনোনীত হয়েছে। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ বিদ্যালয় পুরষ্কারও পেয়ে দেশের মধ্যে তৃতীয় এবং রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করে বর্ধমান আদর্শ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});