
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ২৮ জানুয়ারী থেকে পূর্ব বর্ধমান জেলায় শুরু হচ্ছে পালস পোলিও টিকাকরণ কর্মসূচী। বৃহস্পতিবার এই বিষয়ে স্বাস্থ্য সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। ১ থেকে ৫ বছর বয়সী প্রত্যেক শিশু যাতে পালস পোলিও টিকা পায় তা সুনিশ্চিত করতে এবং টিকাকর্মীদের কোনো রকমের বাধা বা সমস্যার মধ্যে যাতে পড়তে না হয় তার জন্য প্রাথমিক ভাবে কি করণীয় সেই বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে হাজির ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়, অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) রত্নেশ্বর রায় সহ স্বাস্থ্য দপ্তরের গুরুত্বপূর্ণ পদাধিকারীরাও।
ছবি - সুরজ প্রসাদ
