ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ এবার মোমো গেম নিয়ে খুনের হুমকি পেল বর্ধমান শহরের এক যুবক।মোমো গেম না খেললে ১২ ঘন্টার মধ্যে তাকে খুন করা হবে বলে বর্ধমানের বাদামতলার বাসিন্দা আকাশ সোনকারের ফোনে হুমকি ম্যাসেজ এল। আর এই ঘটনায় রীতিমত আতঙ্কিত যুবকের পরিবার।পাশাপাশি এই খবরে চাঞ্চল্য দেখা দিয়েছে শহরে।পরিবারটির পক্ষ থেকে ইতিমধ্যে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
আকাশ সোনকার পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বুধবার বিকালে একটি অচেনা নম্বর থেকে তার মোবাইলে হোয়াটস অ্যাপ-এ একটি ম্যাসেজ আসে। তাতে মোমো গেম খেলার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি জানার আগ্রহ থেকে ওই যুবক মোমো গেম খেলতে আগ্রহী বলে ম্যাসেজ পাঠায়। এরপর তাকে একটা লিঙ্ক দেওয়া হয়। এবং জানানো হয় গেম না খেললে ১২ ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলা হবে। এতে আতঙ্কিত ওই যুবক সহ তার পরিবার। এরপরই থানায় অভিযোগ জানানো হয়। প্রেরকের নম্বরটি ব্লক করে দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।