ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান :স্বাধীনতা দিবসের সকাল থেকেই শহর বর্ধমানের বিভিন্ন জায়গায় চোলাই মদের ঠেক ভাঙতে অভিযান চালালো আবগারি দপ্তর।
বর্ধমান রেল স্টেশন সংলগ্ন গুডসশেড রোড,তিনকোনিয়া,মেহেদিবাগান,বিজয়রাম,লক্ষ্মীপুরমাঠ সহ বেশ কয়েকটি জায়গায় চোলাই মদের ভাট্টি মঙ্গলবার ভেঙে দিলো আবগারি দপ্তরের কর্মীরা। চোলাই তৈরী করার প্রচুর সরঞ্জামও এদিন বাজেয়াপ্ত করেছে আবগারি বিভাগের কর্মীরা।
ছবি - সুরজ প্রসাদ

