ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ বর্ধমান-কালনা রোডের ধার থেকে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ এক ব্যক্তির মৃত দেহ করলো বুধবার।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম ভোলা বৈরাগ্য। বাড়ি কালনার উতরা গ্রামে। এই ঘটনায় মৃতের স্ত্রী এবং শাশুড়িকে আটক করেছে পুলিশ। ময়না তদন্তের জন্যে দেহ কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। যদিও এই ঘটনায় এখনো কোনো অভিযোগ জমা পড়েনি থানায় বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মেমারির লক্ষী বৈরাগ্যের সাথে বিয়ে হয় কালনার উতরা গ্রামের পেশায় রাজমিস্ত্রি ভোলা বৈরাগ্যের।ভোলাকে পছন্দ করতো না লক্ষী। তার জেরে প্রায়ই সংসারে অশান্তি হতো।মাস কয়েক আগে একটি ছেলের সাথে লক্ষী অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, এই ঘটনার কথা জেনে যাওয়াতেই নিজের স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে খুনের চেষ্টা করেছে লক্ষী।