ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমানের কাঞ্চননগরের রথতলায় দু:স্থ অথচ কৃতি ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক ও খাতা তুলে দেওয়া হল। কাঞ্চননগর রথতলা হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার কাউন্সিলার খোকন দাস, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ঋষিকেশানন্দজী মহারাজ, প্রাক্তন কমিশনার সন্তোষ সাহা শিকদার, রথতলা কাঞ্চননগর হিন্দু মিলন মন্দিরের সভাপতি সুনীলচন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানে ৮টি স্কুলের মোট ২০০জন ছাত্রছাত্রীর হাতে এদিন পাঠ্য পুস্তক এবং ৫টি করে খাতা তুলে দেওয়া হয়।
ছবি - সুরজ প্রসাদ