Headlines
Loading...
নাগাড়ে  বৃষ্টিতে জলমগ্ন হলদিয়া পৌরসভার বিভিন্ন এলাকা।

নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হলদিয়া পৌরসভার বিভিন্ন এলাকা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,হলদিয়া : হলদিয়া পৌরভোটের আগে ভারী বর্ষায় ভাসলো পৌর এলাকার ওয়ার্ড গুলি। শুক্রবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় হলদিয়ার প্রিয়ংবদা, দূর্গাচক, ক্ষুদিরাম কলোনি, টাউনশিপ এলাকা জলমগ্ন।  রাস্তায় চলা দুস্কর হয়েছে পৌরবাসীদের।

 প্রিয়ংবদা  এলাকায় পুকুর ও রাস্তার জল সমান হয়ে গেছে ফলে বিপদে পরেছে এলাকাবাসী। সিপিটি
ও আই ও সি হাউসিং এর সামনেও জলে থৈথৈ। এই পরিস্থিতি হওয়ায় পৌরসভার দিকেই আঙ্গুল তুলেছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বহু বছর ধরে নিকাশি ব্যবস্থা বেহাল, বারবার 
জানিও কিছু লাভ হয়নি। গত বছর বর্ষায় একই ভাবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়েছিল। 
তারপরেও টনক নড়েনি পৌরসভার। খোদ প্রাক্তন চেয়ারম্যানের ২৬ নং ওয়ার্ডই জলমগ্ন হয়েছে। 
শিল্প শহর হলদিয়াতে শ্রমিক থেকে অফিসার সবারই বক্তব্য পৌরসভা যদি নিকাশি নালা পরিষেবার
ক্ষেত্রে নজর দিত তবে এই হাল দেখতে হত না হলদিয়ার বসিন্দাদের। তবে যে হেতু সামনেই পৌরভোট তাই কিছু তৃনমূলের প্রার্থী তাদের নিজেদের ওয়ার্ডে জল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});