Headlines
Loading...
পূর্ব বর্ধমানে খোলা হল এ্যাসেম্বলী অফ গড চার্চ স্কুলের শাখা।

পূর্ব বর্ধমানে খোলা হল এ্যাসেম্বলী অফ গড চার্চ স্কুলের শাখা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:পশ্চিম বর্ধমানের পর এবার পূর্ব বর্ধমানেও খোলা হল এ্যাসেম্বলী অফ গড চার্চ স্কুলের শাখা। সোমবার শহরের আলমগঞ্জে নতুন এই স্কুলের উদ্বোধন করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরিষদের সদস্য খোকন দাস, স্থানীয় কাউন্সিলার সমীর মুন্ডা,স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উষা রাও ও স্থানীয় বিশিষ্টরা।
অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রকৃত শিক্ষার দরকার। নতুন এই স্কুলে সেই শিক্ষাপ্রদানেরই আশা করছেন তিনি।
অধ্যক্ষ উষা রাও এদিন জানান,আপাতত এই স্কুলে নার্সারি থেকে প্রাথমিক স্তর পর্যন্ত পড়ান হবে। পরবর্তী ক্ষেত্রে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের উন্নীতকরণ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেক্ষেত্রে এই স্কুলের স্থানও পরিবর্তন করা হতে পারে। তিনি জানান, লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধের শিক্ষাও দিতে চান তাঁরা।
উল্লেখ্য,পশ্চিম বর্ধমানের আসানসোল, উখরা, রাণীগঞ্জ এবং উত্তর ২৪ পরগণার সোদপুরের পর পূর্ব বর্ধমানে এই প্রথম এ্যাসেম্বলী অফ গড চার্চ স্কুলের শাখা খোলা হল। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});