Headlines
Loading...
বিয়ে বাড়ি খেয়ে ফেরার পথে অটো উল্টে মৃত ১, আহত ৯ কালনায়

বিয়ে বাড়ি খেয়ে ফেরার পথে অটো উল্টে মৃত ১, আহত ৯ কালনায়


ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ ভাড়া করা অটোয় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ফাঁকা রাস্তায় অটো উল্টে মৃত্যু হল এক নবম শ্রেণীর ছাত্রীর। মৃতের নাম সেলিমা খাতুন (১৫)। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালনার রাজিপুর মোড় এলাকায়। এই ঘটনায় অটোর বাকি ৯ জন যাত্রী কম বেশি আহত হয়েছেন। তাদের সকলকেই কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীরা সকলেই নাদনঘাটের বগপুর সাতগাছিয়ার বাসিন্দা বলে জানতে পারা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালনার ঝুড়োবাটি এলাকায় বিয়ে বাড়ির বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সকলেই । 

গাড়ির যাত্রীর মধ্যে ঝন্টু শেখ জানান, এদিন বিয়ে বাড়ি আসার জন্য বগপুর থেকে একটি অটো গাড়ি ভাড়া করেছিলেন তাঁরা। গাড়িটিতে ওই পরিবারের ১০ সদস্য ছিলেন। গাড়িটি ফাঁকা রাস্তায় পাল্টি খায়। সকলেই চারিদিকে ছিটকে পড়ে। তার মধ্যে মৃত সেলিমা খাতুন গাড়িটির নিচে পড়ে থাকে। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কালনা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিতসকরা সেলিমাকে মৃত ঘোষণা করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});