ফোকাস বেঙ্গল ডেস্ক,ব্যারাকপুরঃ বীজপুর থানা ও ব্যারাকপুর কমিশনারেটের যৌথ অভিযানে হালিশহরের মল্লিকবাগ কলোনি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল ২২ টিন এলুমিনিয়াম পাউডার, বারুদ,এবং প্রচুর শব্দবাজি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল হালিশহরের মল্লিকবাগ কলোনির জনৈক মিঠুন ভক্তের বাড়িতে হানা দেয়। সেই বাড়ি থেকে ২২ টিন এলুমিনিয়াম পাউডার, বারুদ, প্রচুর শব্দবাজি উদ্ধার হয়। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যদিও বাড়ির মালিক পলাতক।