শান্তানু দাস,পুরুলিয়াঃ পার্কস্ট্রিট থেকে কামদুনি,শেষ কয়েক বছরে বাংলায় মেয়েদের উপর হওয়া ধর্ষণ ও শারীরিক নির্যাতনের সংখ্যাটা নেহাতই কম নয় ৷ পাশাপাশি রাস্তায় বেরোলে ব্যাগ,ফোন,গলার চেন ছিনতাইয়ের মতো সমস্যারও সামনে পড়তে হয় মেয়েদের। তবে এগুলির বিরুদ্ধে লড়তে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মেয়েদেরই ৷
মেয়েদের আত্মরক্ষার জন্য এবার সেই গুরুত্বপূর্ণ ভূমিকারই উদ্যোগ নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পর্ষদ। বাংলার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা যাতে নিজেদের আত্মরক্ষা করতে পারে, এবার সেই কথা মাথায় রেখেই ‘‘মিশন সাহসী’’ নামের এক উদ্যোগে এগিয়ে এলো অখিল ভারতীয় বিদ্যার্থী পর্ষদ। এই "মিশন সাহসী"তে মার্শাল আর্ট এবং আত্মরক্ষার নানান কৌশল শেখানো হচ্ছে মেয়েদের। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে আজ পুরুলিয়া জেলার বলরামপুরের মুদি ভবনে "মিশন সাহসী’’র মাধ্যমে এলাকার মেয়েদের মার্শাল আর্ট এবং আত্মরক্ষার নানা কৌশল শেখানো হল ৷
অখিল ভারতীয় বিদ্যার্থী পর্ষদের পুরুলিয়া জেলা সংগঠনের সম্পাদক রমেশ পরামানিক জানান,‘‘আজ মেয়েরা রাস্তাঘাটে সুরক্ষিত নয় ৷ কিন্তু তারা চাইলে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে ৷ ধরুন মেয়েরা চুল সাজানোর জন্য ক্লিপ কিংবা কাঁটা ব্যবহার করে ৷ কিংবা যারা পড়াশোনা করে তাদের কাছে কলম থাকেই ৷ আবার ধরুন আজকের দিনে মোবাইল ফোনও হাতে থাকে তাদের। এই জিনিসগুলোকে ব্যবহার করেই মেয়েরা কিভাবে আত্মরক্ষা করতে পারে, সেটাও শেখানো হচ্ছে এই ‘মিশন সাহসী’র মাধ্যমে৷’’