Headlines
Loading...
সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে এগিয়ে পুরুলিয়া জেলা - আবু আয়েস মন্ডল

সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে এগিয়ে পুরুলিয়া জেলা - আবু আয়েস মন্ডল


ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ "রাজ্যের অন্যান্য জেলার চেয়ে এবার আনুপাতিক হারে সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে এগিয়ে পুরুলিয়া জেলা। এগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশেও।" আজ শহরের সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে একথা জানালেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েস মন্ডল। 


পুরুলিয়া জেলার সংখ্যালঘুদের জন্য যে প্রকল্পগুলি রয়েছে তার হাল হকিকতও এদিন খতিয়ে দেখেন তিনি। তিনি জানান,"পুরুলিয়া জেলায় রাজ্য সরকারের সংখ্যালঘুদের জন্য যে প্রকল্পের কাজ হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।"একিসঙ্গে তিনি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে উন্নয়নের কাজের কথাও উল্লেখ করেন। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে স্বনির্ভরগোষ্ঠী গুলির মধ্যে সাধারণ মানুষের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যুক্ত থাকায় সম্প্রীতির পরিবেশ গড়ে উঠেছে জেলায় বলেও দাবি করেন তিনি ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});