Headlines
Loading...
মুখ্যমন্ত্রীর সফরের আগে খুশির খবর, ১০০ দিনের কাজে দেশের সেরা পূর্ব বর্ধমান

মুখ্যমন্ত্রীর সফরের আগে খুশির খবর, ১০০ দিনের কাজে দেশের সেরা পূর্ব বর্ধমান


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মঙ্গলবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই জেলা প্রশাসনের মুকুটে যোগ হল নতুন পালক। ১০০ দিনের কাজে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করল পূর্ব বর্ধমান। দেশের ১০০ দিনের কাজের মূল্যায়নের তালিকা প্রকাশিত হওয়ার পর এই খবরে স্বভাবতই খুশির হাওয়া জেলার প্রশাসনিক মহলে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর সফরের মুখে এই বার্তা জেলা প্রশাসনের কাছে বাড়তি অক্সিজেনের মত বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। 

প্রসঙ্গত ২০১৭-২০১৮ আর্থিক বছরে ১০০ দিনের কাজে পূর্ব বর্ধমান জেলায় কাজ চেয়ে আবেদন করেছিলেন ৪ লক্ষ ৬৮ হাজার ১৭৮ জন জবকার্ডধারী। তাদের মধ্যে কাজ দেওয়া গেছে এখনও পর্যন্ত ৪লক্ষ ৪৯ হাজার ৪৮জনকে। কাজ দেবার নিরিখে পূর্ব বর্ধমান জেলা গোটা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বলে জানালেন জেলা সভাধিপতি দেবু টুডু। তিনি জানান, পূর্ব বর্ধমান জেলায় কর্মদিবস তৈরী হয়েছে ২ কোটি ৯০ লক্ষ ৩ হাজার ৭৭৯ দিন, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি। অন্যদিকে জেলায় শ্রমদিবস সৃষ্টি হয়েছে গড়ে ৬৪.৫৯ দিন। এক্ষেত্রে দেশের মধ্যে পূর্ব বর্ধমানের স্থান ৮ নম্বরে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০০ দিনের প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় ৪৪ হাজার ৬৯৩ টি পরিবারকে পুরোপুরি ১০০ দিনের কাজ দেওয়া গেছে। শতাংশের বিচারে এই জেলায় কাজ হয়েছে ৯ শতাংশের কিছু বেশি। এক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলার স্থান ২৯ নম্বরে।

এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানান,মুখ্যমন্ত্রী বিভিন্ন বৈঠকে ১০০ দিনের কাজের গতি আনার নির্দেশ দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলায় তাঁর প্রশাসনিক বৈঠকের আগে ১০০ দিনের কাজের মূল্যায়নের তালিকা প্রকাশিত হওয়ায় এদিনের বৈঠকে জেলার উন্নয়নের বিষয়টিতে অন্য মাত্রা যোগ হল। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});