ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ গ্রন্থগারগুলিতে কর্মী সংকট মেটানোর আশ্বাস দিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। তবে আপাতত অস্থায়ী কর্মী নিয়োগ করে সমস্যার সমাধান করা হবে মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুর জেলায় খুব শীঘ্রই ১৮৪ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। দু-একদিনের মধ্যে জেলাভিত্তিক বিজ্ঞপ্তি জারি করা হবে। কর্মীর অভাবে দক্ষিণ দিনাজপুর সহ প্রায় প্রতিটি জেলার লাইব্রেরিই যে ধুঁকছে তা কার্যতঃ স্বীকার করে নিয়েছেন মন্ত্রী।আর এই অবস্থার পরিবর্তন করতে ধাপে ধাপে আরও এক হাজার কর্মী নিয়োগ করা হবে রাজ্যে বিভিন্ন জেলাওয়ারি লাইব্রেগুলিতে।
গতকাল বালুরঘাটে জেলার সরকারি লাইব্রেরির কর্মী ও আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে লাইব্রেরিগুলির কর্মী সংকট, বই সংকট, পানীয়জল, আলো সহ কর্মীদের একাধিক সমস্যাগুলি উঠে আসে। লাইব্রেরি ও কর্মীদের সমস্যাগুলি লিপিবদ্ধ করা হয়।
বৈঠক শেষ মন্ত্রী বলেন, শুধু এই জেলা নয় গোটা রাজ্যেই সমস্যা রয়েছে। অক্টোবরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ৩ হাজার ১০০টি পদ শূন্য রয়েছে। দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে আরও ৫৪ জন কর্মী প্রয়োজন। তিনি আশ্বাস দিয়ে বলেন, কিছুদিনের মধ্যে ১৮৪ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। জেলাশাসকের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। কোন কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে তার রিপোর্ট নেওয়া হয়েছে।
দক্ষিণ দিনাজপুরে ৫৭টি সরকারি লাইব্রেরি রয়েছে। এই লাইব্রেরিগুলির জন্য প্রয়োজন ১২৯ জন কর্মী। কিন্তু, কর্মী রয়েছেন মাত্র ৭৫ জন। শূন্যপদ ৫৪টি। আগামী জানুয়ারিতে শূন্যপদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৯টিতে। জেলার একেক জন লাইব্রেরিয়ানকে সামলাতে হচ্ছে তিন থেকে চারটি লাইব্রেরির দায়িত্ব।