পিয়ালী দাস,বীরভূমঃ বিদ্যুতের খুঁটিতে উঠে তারের মেরামতি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক বিদ্যুৎকর্মী।শনিবার ঘটনাটি ঘটেছে দুবরাজপুরে। দুর্ঘটনায় গুরুতর আহত চুক্তিভিত্তিক কর্মীকে প্রথমে দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় সিউড়ি সদর হাসপাতালে।
জানা গেছে, অমিত মন্ডল নামে বছর চল্লিশের এক চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মী দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে তারের মেরামতি করছিলেন। মেরামতির কাজ শেষ হতেই নিচে নামার জন্য পোলের ওপর উঠে দাঁড়ান তিনি। মাথার ওপর দিয়ে যাচ্ছিল এগারো হাজার ভোল্টের অন্য একটি তার। অসাবধানতার জন্য তার মাথা গিয়ে ঠেকে এগার হাজার ভোল্টের বিদ্যুতের তারে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়, পরে স্থানান্তরিত করে সিউড়ি সদর হাসপাতালে আনা হয়।
অভিযোগ, বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় ওই কর্মীর হাতে গ্লাভস বা মাথায় হেলমেট ছিল না। আর সে কারণেই ঘটেছে দুর্ঘটনা।