Headlines
Loading...
পুরুলিয়ায় তরুন বিজেপি কর্মী খুনে গ্রেফতার প্রাক্তন সভাধিপতির ছেলে,আলোড়ন

পুরুলিয়ায় তরুন বিজেপি কর্মী খুনে গ্রেফতার প্রাক্তন সভাধিপতির ছেলে,আলোড়ন



সান্তনু দাস,পুরুলিয়াঃ পুরুলিয়ার বলরামপুরের বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোকে খুনের অভিযোগে এবার গ্রেফতার করা হল পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর বড় ছেলে সন্দীপ মাহাতোকে। শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের একটি ভাড়াবাড়ি থেকে সিআইডি গ্রেফতার করে সন্দীপ মাহাতোকে। অন্যদিকে সুপুরডি গ্রাম থেকে জগবন্ধু মাহাতো নামে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সিআইডি। শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ৯ দিন সিআইডি হেপাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী অরুণ মজুমদার জানান, অপহরণ, খুন, ষড়যন্ত্র ও প্রমাণ লোপাট এই চারটি ধারায় অভিযুক্তদের ৯ দিন সিআইডি হেপাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,গত ৩০ মে বলরামপুর থানার সুপুরডি গ্রামের বাসিন্দা বছর ১৯ এর ত্রিলোচন মাহাতর ঝুলন্ত দেহ গ্রামেরই অদূরে একটি শিশির গাছ থেকে উদ্ধার হয়। এর এক মাস পর জুন মাসের ৩ তারিখ রাজ্য সরকার ঘটনার তদন্তভার সিআইডি কে তুলে দেয়। সিআইডি ঘটনার তদন্ত শুরুর কিছুদিন পর সুপুরডি গ্রামের বাসিন্দা পাঞ্জাবি মাহাতকে গ্রেপ্তার করে। তিন মাস পর এই ঘটনায় এলাকারই অপর এক বাসিন্দা উত্তম পালকে সিআইডি গ্রেপ্তার করে। গতকাল তাকে জেলা আদালতে তোলা হলে বিচারক ১০ দিন সিআইডি হেপাজতের নির্দেশ দেন। একই ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সন্ধ্যায় সৃষ্টিধর মাহাতর বড় ছেলে সন্দীপ মাহাত এবং জগবন্ধু মাহাতকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়া জানতে জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতর সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, এই বিষয়ে কোনও কথা বলতে চাননি তিনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});