Headlines
Loading...
বিজেপির ডাকা বনধ্ ঘিরে পুরুলিয়ায় বিক্ষিপ্ত অশান্তি,গ্রেফতার ৮

বিজেপির ডাকা বনধ্ ঘিরে পুরুলিয়ায় বিক্ষিপ্ত অশান্তি,গ্রেফতার ৮



সান্তানু দাস, পুরুলিয়াঃ পশ্চিমবঙ্গে গনতন্ত্র বাঁচানোর তাগিদে ও ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে পুরুলিয়া জেলায় বিজেপির ডাকা বাংলা বনধ্ - এ জেলার বিভিন্ন প্রান্তে যেমন বিজেপির কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে তাদের বনধ্ সার্থক করতে মরিয়া হয়ে পড়েছিল, ঠিক তেমনই অপরদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসও বিজেপির সেই বনধ্ এর বিরোধীতায় কোমর বেঁধে পথে নেমেছিল।



পুরুলিয়া জেলায় বিজেপির ডাকা বনধ্ -এ বৃহস্পতিবার সরকারি বাস চলাচল করতে বাঁধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিজেপির কর্মী সমর্থকদের। যার জেরে পুলিশ বিজেপির মোট ৮ জনকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সাধুচরন মাহাতো, সৌরভ পাল, রাজকুমার সুত্রধর,শক্তিপদ সুত্রধর,শান্ত সুত্রধর,প্রসুন মাহাতো,সৃষ্টিধর মাহাতো ও সমীর মাহাতো।

এদিন এক সাংবাদিক সম্মেলন করে দলীয় কর্মীদের অকারণে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে পুরুলিয়ার আদ্রায় এদিন বিজেপির একটি পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগও করেন তিনি। পাশাপাশি এদিনের বনধ্ পুরুলিয়ায় সম্পূর্ণ সফল বলেও দাবি করেন তিনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});