Headlines
Loading...
এটিএম জালিয়াতি চক্রের মূল পাণ্ডা গ্রেফতার

এটিএম জালিয়াতি চক্রের মূল পাণ্ডা গ্রেফতার


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ এটিএম জালিয়াতি চক্রের মূল পাণ্ডা কে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতাড় থানার পুলিশ। তদন্তে নেমে মঙ্গলবার এই চক্রের চাঁই করণকুমার মুর্মুকে ঝাড়খণ্ডের শাহেরপুরার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হল। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের বাড়ি গিরিডিতে। এদিন ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।

জানা গেছে, গত ১৭ আগষ্ট বর্ধমান পূর্ত দপ্তরের কর্মী কুবাজপুরের বাসিন্দা আশুতোষ মুখার্জির কাছে ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে একটি ফোন আসে। তার কাছে কায়দা করে প্রতারক ডেভিট কার্ডের বিবরণ জেনে নেয়। পরে তার একাউন্ট থেকে ১ লক্ষ ১৭ হাজার টাকা তুলে নেওয়া হয়। একাউন্ট থেকে টাকা গায়েব হতেই আশুতোষ বাবুর ফোনে সেই সংক্রান্ত ম্যাসেজ আসার পর তিনি ভাতাড় থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ তদন্তে নেমে ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা আলম আনসারি আর পূর্ব বর্ধমানের সালানপুরের বাসিন্দা সুশান্ত সরেনকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে এরপর ধৃতরা মূল পাণ্ডার হদিশ দেয় পুলিশকে। মঙ্গলবার সেই সুত্র ধরে পুলিশ গ্রেফতার করল মূল পাণ্ডাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});