ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন নয়, বরং রীতিমত আধুনিক এবং বিজ্ঞান সম্মত উপায়ে নিজেকে আরও প্রানবন্ত করে তোলার যাবতীয় উপকরণ নিয়ে হাজির হল প্রখ্যাত গদি নির্মাতা কার্ল অন। সোমবার বর্ধমান শহরের বাদামতলা রোডে একই দিনে চালু হল পৃথক দুটি কাউণ্টার । তাদের মধ্যে একটি শোরুমের মালিক অমিত পাল জানিয়েছেন, আমরা ভাল এবং দামি খাট বেশি পছন্দ করে থাকি, কিন্তু সারাদিন পর আমরা যেটার উপর শুই সেই বিছানা কতটা আরামদায়ক অথবা বিজ্ঞানসম্মত তা নিয়ে অনেকেই ভাবিনা। যদিও শরীরের জন্য সেটাই বেশি জরুরি। তাই আধুনিক সময়ে মানুষের সারাদিন শেষে নিশ্চিন্ত ও আরামদায়ক ঘুমের জন্য এই প্রথম বর্ধমান শহরে খোলা হল সাধ্যের মধ্যে ঘরের প্রয়োজনীয় বেশ কয়েকটি জরুরি দ্রব্যের শো-রুম। নাম'কার্ল অন হোম'। এখানে পাওয়া যাবে ম্যাট্রেস, পীলো, কভার, বেড কভার, পর্দা, শোফা শেট, আধুনিক খাট থেকে শুরু করে ঘরের সজ্যা বিষয়ক সব ধরনের দ্রব্য। কলকাতার পর এই ধরনের কাউন্তার বর্ধমানে প্রথম খোলা হল বলে জানিয়েছেন কোম্পানির ম্যানেজার আমিত হাজরা।
অন্যদিকে, অপর একটি শোরুমের মালিক তপন সাহা এবং অঞ্জন ভৌমিকরা জানিয়েছেন, শুধু ব্যবসাই নয়, এর পাশাপাশি তাঁরা গ্রহণ করেছেন একটি নতুন সিদ্ধান্ত। দুঃস্থ এবং অভাবী মহিলাদের বিয়ের জন্য তাঁরা বিশেষভাবে ছাড়ের ব্যবস্থা করেছেন। কোম্পানীর ছাড় ছাড়াও এটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে তাঁরা সামাজিক কাজ করতে চাইছেন।
অন্যদিকে, অপর একটি শোরুমের মালিক তপন সাহা এবং অঞ্জন ভৌমিকরা জানিয়েছেন, শুধু ব্যবসাই নয়, এর পাশাপাশি তাঁরা গ্রহণ করেছেন একটি নতুন সিদ্ধান্ত। দুঃস্থ এবং অভাবী মহিলাদের বিয়ের জন্য তাঁরা বিশেষভাবে ছাড়ের ব্যবস্থা করেছেন। কোম্পানীর ছাড় ছাড়াও এটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে তাঁরা সামাজিক কাজ করতে চাইছেন।