Headlines
Loading...
 বুদবুদ থানাকে বর্ধমান আদালতের অধীনে আনার বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ

বুদবুদ থানাকে বর্ধমান আদালতের অধীনে আনার বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বুদবুদ থানাকে বর্ধমান আদালতের অধীনে আনার জন্য গত ৭দিন ধরে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন বর্ধমান আদালতের আইনজীবীরা। সোমবার বর্ধমান আদালতের আইনজীবীদের আন্দোলন চলাকালীন জেলা জজ বারের সদস্যদের ডেকে পাঠিয়ে তাঁদের হাতে রাজ্যের বিচার সচিবকে দেওয়া হাইকোর্টের অ্যাপিলেড সাইটের রেজিস্ট্রারের চিঠির প্রতিলিপি তুলে দেন। আর এর পরই বর্ধমান আদালতের আইনজীবীদের ৭দিনের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।
বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, হাইকোর্টের রেজিস্ট্রার রাজ্যের বিচার সচিবকে একটি চিঠি দিয়ে বুদবুদ থানাকে নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার নিষ্পত্তির জন্য চিঠি দিয়েছেন। সরকারের একটি আদেশনামায় বুদবুদ থানাকে বর্ধমানের অধীনে রাখা হয়েছে। কিন্তু, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের (পুলিস এস্টাবলিসমেন্ট)আদেশনামায় বুদবুদকে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের অধীনে বলে উল্লেখ করা হয়েছে। সরকারের দু’টি আদেশনামার পরিপ্রেক্ষিতে বুদবুদ থানাকে ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা নিরসনের জন্য বিচার সচিবকে চিঠি দিয়েছেন রেজিস্ট্রার। চিঠিতে পুলিস এস্টাবলিসমেন্টের নোটিফিকেশনে যে ত্রুটি রয়েছে তা সংশোধন করে নতুন আদেশনামা জারি করার নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার।সদন তা জানিয়েছেন, বিষয়টি হাইকোর্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আগামীকাল মঙ্গলবার পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠকে বসছেন আইনজীবীরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});