Headlines
Loading...
শেষ যাত্রার আগাম প্রস্তুতি নিয়েই আত্মঘাতী হলেন ক্ষেতমজুর

শেষ যাত্রার আগাম প্রস্তুতি নিয়েই আত্মঘাতী হলেন ক্ষেতমজুর



ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ শেষ যাত্রার অগ্রিম প্রস্তুতি নিয়ে আত্মঘাতী হলেন এক ক্ষেতমজুর। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কালনা থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপলতি গ্রামে। এই গ্রামের দেবানন্দ মাঝি (৬০) মঙ্গলবার সকাল থেকেই আকন্ঠ মদ খেয়ে নিজেকে মেরে ফেলার প্রস্তুতি শুরু করেছিল বলে জানান, তার ছেলে হরিবিন্দ মাঝি। বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনে তা থেকে মরার খাট তৈরি করা, এমনকি পাড়ার প্রতি বাড়ি বাড়ি গিয়ে প্রতিবেশীদের নিকট থেকে বিদায় নেওয়া - সবই করেছেন বাবা। 

হরিবিন্দ মাঝি জানান, তিনি ভেবেছিলেন নেশার ঘোরে এসব করছেন বাবা, ঘোর কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। তবু মঙ্গলবার সারা রাত বাবার ঘরের সামনে তিনি এবং বাড়ির সবাই পালা করে রাত জেগে পাহারা দিয়েছেন। কিন্তু বুধবার সকালের দিকে কেউ পাহারায় ছিল না। সেই সুযোগে বাবা গলায় দড়ি দিয়ে নিজের ঘরেই আত্মঘাতী হন। মৃতের হাতে তৈরি করা খাটে তাঁর মৃতদেহ চাপিয়ে নিয়ে কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});