
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের বর্ধমান আরামবাগ রোডের বাঁকুড়া মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী ও স্ত্রীর। মৃতদের নাম সুব্রত মাঝি (৪২) এবং সাবিত্রী মাঝি (৩৫)। বাড়ি বর্ধমানের শক্তিগড় থানার নবস্থা এলাকায়। সুব্রতবাবু পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন।
মৃতের আত্মীয়রা জানিয়েছেন, এদিন সকালে মোটরবাইকে সুব্রতবাবু তাঁর স্ত্রীকে নিয়ে আরও কয়েকজন আত্মীয়ের সঙ্গে হুগলীর জয়রামবাটি কামারপুকুর যাচ্ছিলেন পুজো দিতে। পথে বাঁকুড়া মোড়ের কাছে একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে অন্য একটি মোটরবাইকে ৩ আরোহী দ্রুত বেগে আরামবাগ রোডে উঠে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুব্রতবাবুর মোটরবাইকে ধাক্কা মারলে সকলেই ছিটকে পড়েন। সুব্রতবাবু এবং তাঁর স্ত্রী ছিটকে পড়েন রাস্তার মাঝে। সেই সময় একটি লরী দ্রুতগতিতে এসে তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। রায়না থানার পুলিশ এসে মৃত ও আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জখম হয়েছেন অপর বাইক আরোহীর দুই যাত্রীও। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
মৃতের আত্মীয়রা জানিয়েছেন, এদিন সকালে মোটরবাইকে সুব্রতবাবু তাঁর স্ত্রীকে নিয়ে আরও কয়েকজন আত্মীয়ের সঙ্গে হুগলীর জয়রামবাটি কামারপুকুর যাচ্ছিলেন পুজো দিতে। পথে বাঁকুড়া মোড়ের কাছে একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে অন্য একটি মোটরবাইকে ৩ আরোহী দ্রুত বেগে আরামবাগ রোডে উঠে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুব্রতবাবুর মোটরবাইকে ধাক্কা মারলে সকলেই ছিটকে পড়েন। সুব্রতবাবু এবং তাঁর স্ত্রী ছিটকে পড়েন রাস্তার মাঝে। সেই সময় একটি লরী দ্রুতগতিতে এসে তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। রায়না থানার পুলিশ এসে মৃত ও আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জখম হয়েছেন অপর বাইক আরোহীর দুই যাত্রীও। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
