latest
অন্য স্বাদ
বিনোদন
লাইফ টক্
সকাল যদি আকন্দের হয় বিকেল গেল গোলাপের দখলে
ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ ১৪ ফেব্রুয়ারী দিনটি পৃথিবী জুড়ে মনের ক্যালেন্ডারে নির্দিষ্ট হয়ে আছে 'ভ্যালেন্টাইন ডে' হিসাবে। সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের দিনটি ভালবাসার জন্য এমন করে বার্তা দেবে তা হয়তো ভাবতে পারেননি তার মৃত্যুদাতা। বিদেশের গন্ডী ছাড়িয়ে সেই বার্তায় আজ দোলায়িত আসমুদ্রহিমাচল। বুধবার তারই নানা ঝলক চোখে পড়েছে শহর বর্ধমানের বুকেও।
তবে এবারের ১৪ ফেব্রুয়ারী দিনটি কেবল বিদেশী 'সন্ত'-এর একার জন্য ছিলনা। দিনটি ছিল ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ সন্ন্যাসী শ্মশানবাসী শিবেরও। কারণ এদিনই ছিল মহাশিবরাত্রি।
সেদিক দিয়ে দিনটি ছিল একদিকে গোলাপের অন্যদিকে আকন্দের। শিবরাত্রি উপলক্ষে বর্ধমানের বিভিন্ন শিব মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল ভক্তদের। ধুতুরা-বেলপাতা আর আকন্দ ফুলে শিবকে সন্তুষ্ট করার জন্য বাজারে বিপুল চাহিদা ছিল পুজোর এই উপকরণের। শহরের কিশোর- কিশোরী থেকে মাঝ বয়সী এমনকি বৃদ্ধ-বৃদ্ধা, শিবের উপাসনায় বাধা নেই কারোরই। তবে যে যেভাবেই অর্চনা করুক, সদ্য যুবাদের কাছে শিবরাত্রি মানেই শিবের মত পতি পাওয়ার বাসনায় দেবাদিদেবকে সন্তুষ্ট করা। তাই ১৪ ফেব্রুয়ারীর শিবরাত্রি যেন তাদের কাছে অন্য মাত্রা নিয়ে এল এবার। সকালটা তারা উৎসর্গ করল অরুণকান্তি যোগীকেই।
তবে আর যাইহোক, শিব আর ভ্যালেন্টাইনে আবার কবে মত্ত হতে পারবে তারা সেই প্রশ্ন আজ প্রাসঙ্গিক নয়। বরং প্রেম আজও প্রথম সকালের মতো করেই আসে। আর প্রেমিককুলের গলায় শোনা যায়, ‘সকালের কৈশরে তোমাকে চাই, সন্ধের অবকাশে তোমাকে চাই...শেষ পর্যন্ত তোমাকে চাই।’ সব প্রেম পরিণতি হয়তো পায় না, হয়তো চায়ও না। তা বলে প্রেমের সময়ে বুকের গভীরে যে ধুকপুকানি, তা চিরন্তন।
ছবি - সুরজ প্রসাদ