ফোকাস বেঙ্গল ডেস্ক,চিত্তরঞ্জন: টান টান উত্তেজনায় ফাইনালে পৌঁছাল ইউনাইটেড পাঞ্জাব ৷ চিত্তরঞ্জনের সবুজমেলা আয়োজিত পশ্চিম বর্ধমানের সব থেকে বড় ফুটবল প্রাতিযোগিতার সেমিফাইনালে ৩ -১ গোলে বোকারো সেলকে হারিয়ে ফাইনালে গেলো পাঞ্জাবের দল ৷ খেলার ৮ মিনিটের মাথায় আই খোজবের করা গোলে এগিয়ে যায় বোকারো ৷ এরপরই বোকারোর খেলোয়াড়ের করা ফাউলের জন্য হাতাহাতিতে জড়িয়ে পরে ইউনাইটেড পাঞ্জাবের ছেলেরা ৷ উত্তেজনা ছড়িয়ে পরে মাঠ জুড়ে। রেফারির সামনেই চলতে থাকে মারামারি ৷ স্টেডিয়ামের দর্শকরা রেফারি তুষার কান্তি দাসের (ববি) ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে ৷ দু পক্ষের মধ্যস্থতায় খেলা শুরু হলেও আবারও বিতর্কে জড়িয়ে পরে রেফারি ৷ বোকারো সেল দলের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্তকে নিয়ে তৈরী হয় বিতর্ক। স্টেডিয়াম হয়ে ওঠে রণক্ষেত্র ৷ বন্ধ হয়ে যায় খেলা ৷ মাঠ থেকে দল তুলে নেবার কথা জানায় বোকারো ৷ এরই মাঝে আয়োজক কর্তা মৃণাল কান্তি গুহ, দিনেশ পন্ডিত, দেবব্রত চ্যাটার্জী, কমল দে, জয়দীপ দে প্রমুখদের চেষ্টায় আবার শুরু হয় খেলা ৷ পাঞ্জাবের ছেলেরা প্রথমার্ধের খেলা শেষ করে ৩ -১ গোলে ৷ দ্বিতীয়ার্ধে বোকারো সেলের ছেলেরা লড়াইয়ে ফিরতে চেষ্টা করলেও ম্যাচের রেজাল্ট ৩-১ই শেষ হয় ৷ ফাইনালে পৌঁছায় ইউনাইটেড পাঞ্জাব ৷ তারা খেলবে মোহনবাগান সেল একাডেমির বিরুদ্ধে ৷
এদিন মাঠে হাজির প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি ম্যাচ পর্যালোচনা করে জানান, রেফারিং নিয়ে তিনি সন্তুষ্ট নয় ৷ রেফারির কিছু ভুল সিদ্ধান্তের জন্য খেলায় গন্ডগোল হলো এবং বোকারোর ছেলেরা খেলা চলাকালীন মেজাজ হারাল ৷ তবে আয়োজকদের ব্যবস্থাপনায় তিনি খুশি ৷