ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: কাটোয়া পুরসভার উদ্যোগে সম্প্রীতি ও সৌভাতৃত্ববোধের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে রবিবার কাটোয়া পৌরসভার টিএসি মাঠে সম্প্রীতি কাপ ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। টানটান উত্তেজনায় ২০ নং ও ৫নং ওয়ার্ডের মধ্যে ফাইনাল খেলায় জয়ী হয় ৫নং ওয়ার্ড।
টসে জিতে ৫নং ওয়ার্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ২০ নম্বর ওয়ার্ড প্রথমে ব্যাট করে ৭১ রানে সকলে আউট হয়ে যায়।পরে ব্যাট করতে নেমে ৫নং ওয়ার্ড মাত্র ১১.৪ওভারে ৪উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। খেলায় ম্যান-অব-দি ম্যাচ নির্বাচিত হয় ৫নং ওয়ার্ডের সৌমেন ব্যানার্জী। ম্যান-অব-দি সিরিজ নির্বাচিত হয় ২০নং ওয়ার্ডের পুর্ণেন্দু মুখার্জ্জী।
এদিন পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা,মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়ার বিধায়ক তথা পুরপ্রধান রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী, মহকুমাশাসক সৌমেন পাল,কাটোয়া থানার ও সি সঞ্জীব ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তি।