ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: বাংলা মহাভারত রচয়িতা কবি কাশীরাম দাসের জন্মস্থান কাটোয়ার সিঙ্গি গ্রাম বিখ্যাত হয়ে আছে নয়টি চূড়া বিশিষ্ট বুড়ো শিব মন্দিরের জন্যেও। শিবরাত্রি উপলক্ষে কাটোয়া ২নংব্লকের সিঙ্গি গ্রামের এই বুড়ো শিব মন্দিরে বুধবার সকাল থেকেই কাটোয়া সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে পুণ্যার্থীরা এসে জড়ো হন শিবের মাথায় জল ঢালতে। এদিন দাঁইহাটের গঙ্গার ঘাট থেকে স্নান করে পায়ে হেঁটে জল নিয়ে আসেন ভক্তরা। পুজো -অর্চনার পাশাপাশি শিবরাত্রি উপলক্ষ্যে সিঙ্গির আমরা কজন ক্লাবের পরিচালনায় ৬ দিন ধরে এখানে আয়োজিত হয় যাত্রাপালা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। এদিন ভোরে আয়োজন করা হয় একটি প্রভাত ফেরীরও।
অন্যদিকে শিবরাত্রি উপলক্ষে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্রামে বুধবার পোড়োবাবা শিব মন্দিরেও বহু ভক্ত সমাগম হয়। আশেপাশের বাকসা,নতুনগ্রাম,নন্দীগ্রাম, পোষ্টগ্রাম প্রভৃতি গ্রাম থেকেও বহু পুণ্যার্থীর আগমন ঘটে। দাঁইহাটের গঙ্গা থেকে পায়ে হেঁটে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢালেন বহু পুণ্যার্থী।