ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:পরিচারিকার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল বর্ধমানের ভাতছালা এলাকায়। এলাকার একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার সুমরি রাজবংশী নামে বছর বাইশের ওই পরিচারিকার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার বাড়ি বর্ধমান শহরের ষাঁড়খানা গলি এলাকায়।
মৃতার মা শান্তি রাজবংশী জানিয়েছেন, সুমরি ভাতছালায় কিসমত আলি এবং তাঁর স্ত্রী পাপড়ি চৌধুরীর ফ্ল্যাটে গত ৬ বছর ধরে কাজ করত। ঘটনার দিন সকালেও সে ওই বাড়িতে কাজে যায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় তারা চিন্তিত হয়ে পড়েন। তিনি জানান,এর পরই সন্ধ্যার সময় কিসমত আলি তাঁকে ফোনে জানায় যে সুমরি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শান্তি রাজবংশীর অভিযোগ,তার মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে।
ছবি - সুরজ প্রসাদ