Headlines
Loading...
দৌলতাবাদ থেকে শিক্ষা নিয়ে দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ পূর্ব বর্ধমান প্রশাসনের

দৌলতাবাদ থেকে শিক্ষা নিয়ে দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ পূর্ব বর্ধমান প্রশাসনের


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:দৌলতাবাদ থেকে শিক্ষা নিয়ে দুর্ঘটনা রোধে এবার বিশেষ ব্যবস্থা নিতে চলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এব্যাপারে বুধবার জেলা রোড সেফটি কমিটির এক বৈঠকে বেশ কতকগুলি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানান,জেলা জুড়ে এই সতর্কতামূলক নির্দেশ অবলম্বন করেই এবার যানবাহন চালাতে হবে চালকদের।
জেলাশাসক জানান, মুর্শিদাবাদের দৌলতাবাদে সেতুতে বাস দুর্ঘটনার পর বর্ধমানের রেলওয়ে  ওভারব্রিজ সহ জেলার প্রায় সবকটি সেতুর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে। দামোদরের ওপর কৃষকসেতুটিও পরীক্ষা করে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। শহরের ভ্যানরিক্সাগুলির সামনে ও পিছনে রিফ্লেকটর লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকা গুলিতে যানবাহনের পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার ব্যাপারেও রোড সেফটি কমিটিকে দ্রুত দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জেলাশাসক। তিনি জানান, দুর্ঘটনা প্রতিরোধের চেষ্টার সাথে সাথে কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেলেও যাতে দ্রুততার সঙ্গে উদ্ধারের ব্যবস্থা নেওয়া সম্ভব হয় তার জন্য প্রতিটি মহকুমা এবং ব্লকগুলির  বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সতর্ক করা হয়েছে। জোর দেওয়া হচ্ছে এইধরনের বাহিনীর সদস্যদের নিজেদের মধ্যে সুষ্ঠু সমন্বয় গড়ে তোলার ওপরেও।
প্রসঙ্গত সম্প্রতি মুর্শিদাবাদের দৌলতাবাদে ভৈরবী নদীর সেতু থেকে রেলিং ভেঙে ৫০ জন যাত্রী সহ একটি বাস নদীতে পড়ে গেলে ৪২ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরই জেলা জুড়ে যানবাহনের চলাচলের ওপর বিভিন্ন নিয়ন্ত্রন আরোপ করতে উদ্যোগী হল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
                                                                                                                 ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});