Headlines
Loading...
বর্ধমানে উগ্রক্ষত্রিয় আগুরীদের নিয়ে নয়া সংগঠন ঘিরে চর্চা শুরু।

বর্ধমানে উগ্রক্ষত্রিয় আগুরীদের নিয়ে নয়া সংগঠন ঘিরে চর্চা শুরু।




ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামী ১১ ফেব্রুয়ারী উগ্রক্ষত্রিয় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু তারই মাঝে বর্ধমানে নতুন আরও একটি আগুরিদের নিয়ে ফেসবুক সংগঠন বাস্তবের মাটিতে আত্মপ্রকাশ করতে চলেছে আগামী রবিবার। ফলে বর্ধমানে দুটি আগুরি তথা
উগ্রক্ষত্রিয়দের নিয়ে সংগঠন গড়ে ওঠাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলা সংগঠনের পক্ষে বর্ধমান পুরসভার কাউন্সিলার রত্না রায় জানান, এতদিন ধরে ফেসবুকেই তাঁরা নানাবিধ বিষয় নিয়ে নিজেদের মত বিনিময় করতেন। নয়নয় করেও তাঁর দাবী প্রায় ৯ হাজারের কাছাকাছি ফেসবুক সদস্য হয়েছে তাদের। এমতবস্থায় সকলেই চাইছিলেন বাস্তবে সকলের সঙ্গে মুখোমুখি হতে। তাই আগামী রবিবার লাকুড্ডি জলকল মাঠে একটি মিলন উৎসবের
আয়োজন করা হয়েছে। কিন্তু এরসঙ্গে আগুরি বা উগ্রক্ষত্রিয়দের কোনো সংগঠনগত বিরোধ নেই। যদিও রত্নাদেবী জানান, ওই অনুষ্ঠানেই উগ্রক্ষত্রিয় সমিতির সম্পাদক বৈদ্যনাথ কোনার সহ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে, বৃহস্পতিবার উগ্র ক্ষত্রিয় সমিতির কার্য্যকরী বৈঠকে নয়া এই আগুরিদের নিয়ে সংগঠন প্রসঙ্গও ওঠে। যদিও বৈদ্যনাথবাবু এদিন জানান, ওই সংগঠন নিয়ে তাঁরা কোনো চিন্তাভাবনা করছেন না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});