
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পিঁয়াজের দাম উর্ধমুখী হওয়ায় শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স ৪০ টাকা কেজি দরে মাথা পিছু ১ কেজি করে পিঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিল। ট্রেডার্সের সম্পাদক চন্দ্র বিজয় যাদব বৃহস্পতিবার জানান, বর্তমানে বিভিন্ন বাজারে নাসিকের লাল পিঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। গতবছরও যখন পিঁয়াজের দাম বেড়ে গিয়েছিল সেই সময় তাঁরা সাধারণ মানুষের স্বার্থে এই উদ্যোগ নিয়েছিলেন। তিনি জানান, প্রাথমিকভাবে তাঁরা ৫০০ কেজি পিঁয়াজ শুক্রবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।এর ফলে কিছু মানুষ উপকৃত হবেন বলে তাঁরা মনে করেন।
