ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:রাজস্থানের ঘটনায় রবিবার বিকালে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ এবং আফরাজুলের খুনিদের মৃত্যুদণ্ডের দাবীতে বর্ধমান শহরের রাস্তায় পা মেলালেন শয়ে শয়ে মানুষ। এদিন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ধমানের উল্লাস থেকে স্পন্দন পর্যন্ত মিছিল করে বর্ধমানের হিউম্যান রাইটস প্রোটেকশন এ্যাসোসিয়েশন। পা মেলালেন বেশ কিছু আইনজীবীও। এদিন এই সংস্থার পক্ষ থেকে রাজস্থানের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানো হয়।
অন্যদিকে, বর্ধমান সহযোদ্ধা সংস্থার উদ্যোগে এদিন রাজবাটি থেকে কার্জন গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। সংস্থার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য এদিন কার্জন গেটের প্রতিবাদ সভায় বলেন, দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। যে নৃশংস্যভাবে আফরাজুলকে খুন করা হয়েছে তাতে দোষীর মৃত্যুদণ্ডের দাবী জানাচ্ছেন তারা।
অন্যদিকে, জেলা যুব কংগ্রেসর পক্ষ থেকেও কার্জন গেটে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
অন্যদিকে, বর্ধমান সহযোদ্ধা সংস্থার উদ্যোগে এদিন রাজবাটি থেকে কার্জন গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। সংস্থার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য এদিন কার্জন গেটের প্রতিবাদ সভায় বলেন, দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। যে নৃশংস্যভাবে আফরাজুলকে খুন করা হয়েছে তাতে দোষীর মৃত্যুদণ্ডের দাবী জানাচ্ছেন তারা।
অন্যদিকে, জেলা যুব কংগ্রেসর পক্ষ থেকেও কার্জন গেটে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ছবি - সুরজ প্রসাদ