ফোকাস বেঙ্গল ডেস্কঃ আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবু পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়েছে পুরোদস্তুর।সাংগঠনিক কর্মকান্ড ছাড়াও বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মিছিল মিটিংয়ে গলা ফাটাচ্ছে বিরোধীরা। চুপ করে বসে নেই শাসকদল তৃণমূলও। রাজ্যে শাসন ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন,উন্নয়ন সহ সরকারের জনমুখী কর্মকান্ডের কথা প্রচারে ব্যাপক জোর দেওয়া হয়েছে।খোদ দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইতিমধ্যেই জেলাওয়ারি প্রশাসনিক সফর শুরু করেছেন জনসংযোগ বাড়ানোর উদ্দ্যেশে। যদিও দলনেত্রীর এই প্রশাসনিক কর্মকান্ডকে বিরোধীরা রাজনৈতিক প্রচারের অঙ্গ বলেই মনে করছেন।ইতিমধ্যেই কলকাতা লাগোয়া দুই ২৪ পরগণায় জনসভা সেরেছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর গন্তব্য পশ্চিম বর্ধমান,পুরুলিয়া ও বাঁকুড়া জেলা। আগামী ১১ - ১৩ ডিসেম্বর টানা তিনদিনের এই কর্মসূচিতে যেমন থাকবে রাজনৈতিক জনসভা,পাশাপাশি তিনি মেপে নেবেন জেলাগুলির উন্নয়নের গতিপ্রকৃতির অবস্থা। আগামীকাল পশ্চিম বর্ধমানের উদ্দ্যেশে রওনা দেবেন মমতা। প্রথমে কাঁকসায় দুপুরে জনসভায় যোগ দেবেন নেত্রী। পরদিন অর্থাৎ ১২ডিসেম্বর পুরুলিয়ার ঝালদায় একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ১৩ তারিখ বাঁকুড়ায় জনসভা শেষ করে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রাজ্যের রাজনৈতিক সমীকরণ ক্রমশ জটিল হচ্ছে। একদিকে বিরোধী দল বিজেপি বামফ্রন্টকে পিছনে ফেলে শতাংশের বিচারে এই রাজ্যে মূল প্রতিপক্ষের আসনে বসেছে। আবার শাসকদলের নানান দুর্নীতিকে হাতিয়ার করে প্রতিদিনই নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে। গত ২০১৬ - র বিধানসভা নির্বাচনে একাধিক সামাজিক প্রকল্পের সুফল পেয়েছিলো শাসকদল। কন্যাশ্রী,যুবশ্রী,সবুজ সাথী,ন্যায্য মূল্যের ওষুধের দোকান,জল ধরো জল ভরো সহ একাধিক প্রকল্পের সঠিক বাস্তবায়নের সুবাদে ৪৫শতাংশ জনগণের সমর্থন পেয়েছিলো তৃণমূল। তাই এবারও সরকারের জনমুখী ও সামাজিক প্রকল্পগুলিকে সামনে রেখেই মমতা বন্দোপাধ্যায় জনসংযোগে জোর দিতে চাইছেন বলে ওয়াকিবহাল মহলের মত। পাশাপাশি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া কেন্দ্র সরকারের বিভিন্ন নিয়ম,আইনকে জনবিরোধী আখ্যা দিয়ে এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে মুখ্যমন্ত্রীর এই সফর বলে রাজনৈতিক মহলের একাংশ মত প্রকাশ করেছে।