ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:রাজস্থানের পৈশাচক ঘটনায় শনিবার বর্ধমান শহরে পথে নামলো জেলা যুব তৃণমূল কংগ্রেস।নাগাড়ে বৃষ্টিকে উপেক্ষা করে এদিন রাজস্থানের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে কার্জন গেটের সামনে বিক্ষোভ সভা সংগঠিত করা হয়। হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী,জেলা যুব তৃণমূল সভাপতি তথা বিধায়ক সুভাষ মণ্ডল, কাটোয়ার বিধায়ক তথা পুরপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বর্ধমান পৌরসভার কাউন্সিলর সহ বহু মানুষ। আফরাজুলের মৃত্যুর ঘটনায় এদিন মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদও জানানো হয়।
ছবি - সুরজ প্রসাদ