Headlines
Loading...
বোমাতঙ্ক বর্ধমান রেল স্টেশনে। ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড।

বোমাতঙ্ক বর্ধমান রেল স্টেশনে। ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:ট্রেনের মধ্যে দাবীদারহীন ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ালো বর্ধমান স্টেশনে।ঘটনার ছবি তুলতে গেলে রেলপুলিশের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় সাংবাদিককে।রেল পুলিশ সূত্রে জানা গেছে,রবিবার রাত ৯টা ৪০ নাগাদ আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস বর্ধমান স্টেশনে পৌঁছালে এস-৯ কামড়ায় একটি দাবীদারহীন ব্যাগ দেখতে পান কয়েকজন যাত্রী।তারা টিটিকে ব্যাপারটি জানালে সন্দেহ হওয়ায় রেলপুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। রেল পুলিশ খবর পেয়ে প্রথমে ট্রেন থেকে ব্যাগটিকে নামিয়ে বোমস্কোয়াডের সঙ্গে যোগাযোগ করে।পরে বোমস্কোয়াড এসে তল্লাশি চালালেও ব্যাগ থেকে জামাকাপড় ও বইপত্র ছাড়া সন্দেহজনক কিছু মেলে নি।ব্যাগে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগটির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেস্টা করছে রেলপুলিশ।


প্রাথমিকভাবে ব্যাগের মালপত্র দেখে মনে করা হচ্ছে এটি একজন সেনা কর্মীর ব্যাগ। শিয়ালদহ স্টেশন থেকে ব্যাগটিকে নিয়ে ট্রেনে উঠে  কোনো কারণে ট্রেন ফেল করেন কোনো যাত্রী। তাতেই বিপত্তির শুরু।তবে এই ঘটনার প্রভাব রেলপরিষেবায় সেভাবে পড়েনি। রেল পরিষেবা ছিলো স্বাভাবিক। যদিও বোম্ব স্কোয়াডের অফিসারেরা আসার পর নিরাপত্তার কারণে বর্ধমান স্টেশনের পার্সেল গোডাউনের সামনের প্রায় ৩০০মিটার এলাকাকে রিবন দিয়ে ঘিরে দেওয়া হয়। তারপর তল্লাশি চালানো হয় সন্দেহজনক ব্যাগটির। এই ঘটনার খবর পেয়ে রাতেই সংবাদ সংগ্রহ করতে যান  ফোকাস বেঙ্গলের সাংবাদিক সুরজ প্রসাদ। অভিযোগ তাকে খবর সংগ্রহে বাঁধা দেন কর্তব্যরত রেলপুলিশ কর্মীরা।
                                                                                                                            ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});