Headlines
Loading...
বন্যপ্রাণ দিবস ২০১৭ উদযাপিত হলো বাঁকুড়ার কংসাবতী হাইস্কুলে।

বন্যপ্রাণ দিবস ২০১৭ উদযাপিত হলো বাঁকুড়ার কংসাবতী হাইস্কুলে।


ফোকাস বেঙ্গল ডেস্ক, বাঁকুড়া:মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায় বাঁকুড়ার বাগডিহার সভা থেকে যে বন্যপ্রাণ দিবসের সূচনা করে দিয়ে গিয়েছিলেন মঙ্গলবার তারই সমাপ্তি অনুষ্ঠান হলো  খাতড়ার কংসাবতী হাইস্কুলে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া রেঞ্জ অফিসার প্রবীর চক্রবর্তী,জেলা বনাধিকারিক ডিএম প্রধান। এছাড়াও ছিলেন জেলা সহ বনাধিকারিক শুভাশিস পাল, মহকুমা পুলিশ আধিকারিক বিশপ সরকার, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ ব্যানার্জি সহ স্থানীয় ফরেস্ট প্রোটেকশন কমিটির সদস্যরা। স্কুলের প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী এদিনের অনুষ্ঠানে যোগ দেয়। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এদিন উপস্থিত বিশিষ্টরা বার্তা দেন যাতে তারা বন্যপ্রাণ রক্ষা করে। বনের পশুপাখিদের রক্ষা করা, তাদের অযথা উপদ্রব না করা এবং তাদের কষ্ট না দিয়ে বরং অসহায় প্রাণীদের কষ্টে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা উপস্থিত ছাত্রছাত্রীদের এদিন বলেন তাঁরা।








(adsbygoogle = window.adsbygoogle || []).push({});