
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৩তম আর্ন্তজাতিক ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব,ভারত সংস্কৃতি উৎসব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানান, এবছর ভারত সংস্কৃতি উৎসবেরব বিস্তৃতি ঘটিয়ে বর্ধমানের পাশাপাশি কলকাতাতেও অনুষ্ঠিত হচ্ছে। বর্ধমানে শুক্রবার থেকে রবিবার সংস্কৃতি লোকমঞ্চ, জেলা পরিষদের অঙ্গীকার হল, টাউন হল, রেলওয়ে রঙ্গমঞ্চ এবং বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের মঞ্চকে ব্যবহার করা হচ্ছে। এবছর ১৩০০ প্রতিযোগী এবং ১৫টি গ্রুপ অংশ নিচ্ছে এই উৎসবে। অন্যদিকে, ২৪-৩০ ডিসেম্বর কলকাতার দ্বারকানাথ মঞ্চ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও ওরিয়েণ্টাল সেমিনারী বিদ্যালয় ময়দানে উৎসবের দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হচ্ছে। এখানে অংশ নিচ্ছেন ১৬০০ প্রতিযোগী এবং ৬২টি গ্রুপ। শুক্রবার উৎসবের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ।
ছবি -সুরজ প্রসাদ
