ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:সারা বাংলা জুড়ে দাবা খেলার প্রচার ও প্রসারের লক্ষ্যে বর্ধমানে শুরু হলো বর্ধমান চেস স্কুল। রবিবার বিকেলে এই চেস স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বেঙ্গল চেস এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অন্তরীপ রায়, পুরুলিয়া জেলা দাবা বিজয়ী প্রসেনজিত দাস, বর্ধমান জেলা দাবা বিজয়ী এস কে মুখার্জ্জী, স্কুলের ডিরেক্টর দেবব্রত সমাদ্দার, দাবাড়ু অনির্বাণ হাজরা প্রমুখ।
স্কুলের ডিরেক্টর দেবব্রত সমাদ্দার জানান,রাজ্যের মধ্যে প্রথম আলিপুরদুয়ারের পর পূর্ব বর্ধমানেও কন্যাশ্রী মেয়েদের দাবা খেলার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা সর্বশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আগামী ১ থেকে ৪ ফেব্রয়ারী প্রথম দফায় কন্যাশ্রী মেয়েদের যারা দাবা খেলায় আগ্রহী তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিয়মিত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।
বেঙ্গল চেস এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অন্তরীপ রায় জানান,গোটা বাংলা জুড়ে দাবা খেলার প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্য এবং জেলা থেকে ভালমানের দাবাড়ু তৈরী করার উদ্দেশ্যে ৪ বছর বয়স থেকেই এই স্কুলে দাবা প্রশিক্ষণের ব্যবস্থা চালু করা হল। এতদিন চাহিদা থাকলেও জেলায় কোনো দাবা প্রশিক্ষণ স্কুল ছিল না। এর আগে বর্ধমানে চেস একাডেমী তৈরী হলেও তা বন্ধ হয়ে গেছে কয়েকবছর আগেই।
দেবব্রত সমাদ্দার জানান, জেলা থেকে বহু আগ্রহী দাবাড়ুকে কলকাতায় যেতে হয় প্রশিক্ষণ নিতে। দীর্ঘদিন পর অবশেষে তাই এই স্কুল প্রতিষ্ঠা করা হল। ন্যূনতম ৪ বছর বয়স থেকেই এই স্কুলে ভর্তি হওয়া যাবে। আপাতত সপ্তাহে একদিন করে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে হাজির থাকবেন রাজ্য ও জেলা স্তরের খ্যাতনামা দাবাড়ুরা।তিনি জানান, এই স্কুল থেকে ভালো দাবাড়ু তৈরী করে রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পাঠানোর জন্য এই চেস স্কুলের সঙ্গে আর্থিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে বেঙ্গল ই-গ্রাম সার্ভিসেস নামে একটি সংস্থাও। দেবব্রতবাবু জানিয়েছেন, সারাবছরই এই সংস্থা তাদের এই সহায়তা প্রদান করবে।
এদিন বর্ধমান জেলা দাবা বিজয়ী তথা বর্ধমান চেস একাডেমীর কর্ণধার এস কে মুখার্জ্জী জানান, পূর্ব বর্ধমান জেলায় নিয়মিত দাবা খেলছেন প্রায় ৩০০০ জন। অনেকেই চাইছিলেন একটা ভাল স্কুল তৈরী হোক।সকলের সম্মিলিত চেষ্টায় এই স্কুল তৈরী করা হলো। এতে জেলার দাবা খেলার প্রতি আগ্রহীদের যেমন সুবিধা হবে ,পাশাপাশি দাবা খেলার মানোন্নয়নে এই স্কুল সারা বছর কাজ করবে। নতুনদের সুযোগ দিতে সারা বছর ধরেই তারা বিভিন্ন টুর্নামেণ্টেরও আয়োজন করবেন। তিনি জানান,আসন্ন বর্ধমান পৌর উৎসবের অঙ্গ হিসাবে ৩৫টি ওয়ার্ডকে নিয়ে দাবা প্রতিযোগিতার পাশাপাশি আগামী জানুয়ারী মাসে শিশুমেলাতেও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
ছবি -সুরজ প্রসাদ