Headlines
Loading...
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমানের পুরসভাগুলির কাউন্সিলারদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমানের পুরসভাগুলির কাউন্সিলারদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলার সমস্ত পুরসভার কাউন্সিলারদেরও দলীয় প্রার্থীদের জেতানোর কাজে গুরুভার দেওয়া হল। মঙ্গলবার সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্সে ম্যারাথন বৈঠকে বর্ধমান, মেমারী, কালনা, দাঁইহাট ও কাটোয়া পুরসভার সমস্ত পুরপতি, বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতিদের নিয়ে ম্যারাথন বৈঠক করলেন মন্ত্রী তথা জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। বৈঠক শেষে তিনি জানান, এটা নিতান্তই চা চক্রের আয়োজন। সম্প্রতি বর্ধমানে বিজেপির দলীয় সভায় এসে মুকুল রায় জানিয়ে যান, বর্ধমান পুরসভার পুরপতিকে শ্রীখণ্ডী খাড়া করে অনেকেই অনেক কিছু করছেন। এপ্রসঙ্গে এদিন অরূপ বিশ্বাস বলেন, তৃণমূল কংগ্রেসে কোনো পদাধিকারী বলে কিছু নেই। সকলেই কর্মী। তাই কারও ওপর কারও প্রভাব বিস্তারের প্রশ্নই ওঠে না। অন্যদিকে, দলীয় সূত্রে জানা গেছে, এদিন ম্যারাথন এই বৈঠকে পুরসভার প্রতিনিধিদের পরিষ্কারভাবেই জানিয়ে দেওয়া হয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে। জানা গেছে, এদিনের এই সভায় কোনো কোনো পুর কাউন্সিলার দলীয় কোঁদলের কিছু প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করলেও তাতে কোনোরকম আমল দিতে চাননি অরূপবাবু। কোঁদল দূর করে ঐক্যবদ্ধভাবে লড়াই করার ওপরই তিনি জোড় দেন। এমনকি বর্ধমান পুরসভার কাউন্সিলার অরূপ দাস সোমবার পুরপতির হাতে তাঁর স্বাস্থ্য বিষয়ক ভারপ্রাপ্ত কাউন্সিলারের পদ থেকে ইস্তফাও দেন। এদিন অরূপ দাসের মানভঞ্জন করতে তাকে দলীয় এই সভায় ডেকে আনা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});