ফোকাস বেঙ্গল ডেস্ক, নিউ দিল্লি: বিরোধীদের পরিবারতন্ত্রের সমালোচনাকে উড়িয়ে গান্ধী পরিবারের নতুন প্রজন্মের ওপরেই ভরসা রাখলো ১৩১বছরের পুরোনো দল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় দলের নতুন সভাপতি হিসাবে সোনিয়া পুত্র রাহুল গান্ধীকে বরণ করবে দল । এদিন বেলা ৩টের সময় মনোনয়নপত্র জমা দেন রাহুল। এর পরেই সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত হন তিনি। ১৯ বছর পর নতুন সভাপতি পেল জাতীয় দল কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনে মোদির প্রতিপক্ষ হিসাবে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
ফোকাস বেঙ্গল ডেস্ক, নিউ দিল্লি: বিরোধীদের পরিবারতন্ত্রের সমালোচনাকে উড়িয়ে গান্ধী পরিবারের নতুন প্রজন্মের ওপরেই ভরসা রাখলো ১৩১বছরের পুরোনো দল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় দলের নতুন সভাপতি হিসাবে সোনিয়া পুত্র রাহুল গান্ধীকে বরণ করবে দল । এদিন বেলা ৩টের সময় মনোনয়নপত্র জমা দেন রাহুল। এর পরেই সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত হন তিনি। ১৯ বছর পর নতুন সভাপতি পেল জাতীয় দল কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনে মোদির প্রতিপক্ষ হিসাবে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।