Headlines
Loading...
বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ, দিঘা সহ উপকূল এলাকায় সতর্কতা জারি

বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ, দিঘা সহ উপকূল এলাকায় সতর্কতা জারি


ফোকাস বেঙ্গল ডেস্ক,দিঘা:ক্রমেই ধেয়ে আসছে গভীর নিম্নচাপ। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে চলবে জড়ো হাওয়া। এর জেরেই দিঘা সহ উপকূল এলাকায় সতর্কতা জারী করল আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল জানিয়েছেন, নিম্নচাপের জেরে সমূদ্র মারাত্মক উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যার জেরে মৎস্যজীবিদের এই সময় সমূদ্রে যেতে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সেই সঙ্গে দিঘা সহ সমূদ্র সৈকতগুলিতে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য,অন্ধ্র ও ওড়িশার স্থলভাগে ঢোকার কথা ছিল যে নিম্নচাপের, তা এখন দিক বদলে এগোচ্ছে উত্তর-পূর্ব দিকে। বর্তমানে এই নিম্নচাপের অবস্থান বাংলাদেশের উপকূলের দিকে। তবে ক্রমেই এই নিম্নচাপটি এগিয়ে আসছে পারাদ্বীপ ও দিঘার দিকে। যার জেরে ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে।
দিঘা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশানের-সম্পাদক  জানিয়েছেন, মৎস্যজীবিদের গভীর সমূদ্রে যাওয়ার ব্যাপারে ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অ্যাসোসিয়েশানের সামনে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। ২৪ ঘন্টা খোলা থাকছে এই কন্ট্রোলরুম। সেখান থেকে ওয়্যারলেসের মাধ্যমে গভীর সমূদ্রে যাওয়া ট্রলারদের ফিরে আসতে বলা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অধিকাংশ ট্রলার মৎস্য বন্দরের কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গভীর সমূদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইতিমধ্যে পর্যটকদের উদ্দেশ্যে প্রতিনিয়ত সতর্কবার্তা জারী রাখা হয়েছে। সেই সঙ্গে যে কোনও রকম পরিস্থিতির মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, নুলিয়া এবং প্রচুর পরিমানে সিভিক ভলেন্টিয়ারকে সমূদ্রের কাছাকাছি তৈরী রাখা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});