Headlines
Loading...
 বামপন্থীদের ক্ষমতায় ফেরার ব্যাপারে সংশয় প্রকাশ করলেন ক্ষিতি গোস্বামী।

বামপন্থীদের ক্ষমতায় ফেরার ব্যাপারে সংশয় প্রকাশ করলেন ক্ষিতি গোস্বামী।




ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:গোটা রাজ্যেই বামপন্থীরা আগামী কয়েকবছরেও যে ক্ষমতায় ফিরতে পারবে না তা কার্যত অকপটেই স্বীকার করে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ বামপন্থী নেতা আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী। শনিবার বর্ধমানে সারা বাংলা গভর্নমেণ্ট পেনসনার্স এ্যাসোসিয়েশনের ২য় রাজ্য সম্মেলনে অংশ নিতে আসেন তিনি। সঙ্গে ছিলেন আরএসপি বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীও। ক্ষিতিবাবু এদিন জানিয়েছেন, কংগ্রেস আমল, বাম আমলের পর বর্তমান তৃণমূল আমলেও সরকারী কর্মী ও অবসরপ্রাপ্তদের ওপর কোপ চলছেই। বাম আমলেও এব‌্যাপারে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে আরএসপি রাজনৈতিক ভাবে লড়াই করেছে। এখনও সেই লড়াই চালিয়ে যেতে হচ্ছে।
প্রসঙ্গত, তিনি এদিন স্বীকার করেন একটা বড় ঝড় (তৃণমূল) এসেছে। সেই ঝড়ে বামপন্থীরা ধরাশায়ী হয়েছে। হাতে পায়ে চোটও লেগেছে। সেই চোট সারিয়ে আবার কবে উপরে উঠতে পারবে তা সময়ই বলবে। তবে তিনি তাঁর জীবদ্দশায় হয়ত সেই দৃশ্য আর দেখে যেতে পারবেন না। বর্তমান সময়ে সাধারণ মানুষের ওপর কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক নির্দেশিকা যে রীতিমত নাভিশ্বাস তুলেছে - যা নিয়ে বামপন্থীরা জোড়ালো আন্দোলনও করতে পারত – তা হচ্ছে না বলেও তিনি স্বীকার করেছেন। যদিও তিনি জানিয়েছেন, বামপন্থীদের ঘুরে দাঁড়াতে ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে বিপিএমও নামে একটি সংগঠন। সেখানে প্রতিনিয়তই আলোচনা চলছে। এদিন ক্ষিতিবাবু কেন্দ্রের আধার কার্ড নিয়েও তোপ দেগে বলেন, ঘরের মধ্যে স্বামী-স্ত্রীর
সম্পর্কও এবার আধারের সৌজন্যে প্রকাশ্যে চলে আসবে। আব্রু বলে আর কিছুই থাকবে না। প্রাক্তন পূর্তমন্ত্রী এদিন স্বীকার করে নেন বাম আমলের তুলনায় রাজ্যে রাস্তা ঘাটের যথেষ্টই উন্নতি হয়েছে। এব্যাপারে কেন্দ্রের অর্থ বরাদ্দকেই তিনি গুরুত্ব দিয়েছেন। যদিও তিনি জানিয়েছেন, এর সূচনা তাঁরা
তাঁদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়েই করেছিলেন।
                                                                                                                       ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});