Headlines
Loading...
বর্ধমান আদালতের দেওয়াল কেটে পালানো টনটনকে নিয়ে আসা হল।

বর্ধমান আদালতের দেওয়াল কেটে পালানো টনটনকে নিয়ে আসা হল।



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গত ৪ আগষ্ট বর্ধমান আদালতের শৌচাগারের দেওয়াল কেটে পালিয়ে যাওয়া কুখ্যাত দুষ্কৃতি টনটন মিশ্র ওরফে পণ্ডিতজিকে ব্যাপক পুলিশী প্রহরায় শুক্রবার নিয়ে আসা হল বর্ধমান আদালতে। গত ৪ আগষ্ট বর্ধমান আদালতের বাথরুমের দেওয়াল কেটে পালানোর পর তাকে ধরার জন্য পুলিশ ব্যাপক চেষ্টাও চালায়। গত ১১ নভেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ চৌকির পুলিশ তাকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে গ্রেপ্তার করে। এরপর তাকে সাহেবগঞ্জ সংশোধনাগারেই রাখা হয়। শুক্রবার ব্যাপক পুলিশী প্রহরায় তাকে বর্ধমান আদালতে নিয়ে আসা হয়। দেওয়াল কেটে পালানোর ঘটনায় তাকে কে বা কারা সাহায্য করেছে তা জানতে এদিন পুলিশ ১০দিনের পুলিশী হেফাজতের আবেদন জানায়। সিজেএম রতনকুমার গুপ্তা তা মঞ্জুর করেন। এরপর তাকে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হয়। একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকায় তার নিরাপত্তার জন্য এদিন বর্ধমান আদালতেও একে-৪৭ রাইফেলধারীদের মোতায়েন করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থানাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
                                                                                                                    ছবি -সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});