
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:শুক্রুবার ফের বর্ধমান ও মেমারি রেল স্টেশন থেকে প্রচুর পরিমানে কচ্ছপ উদ্ধার করলো জিআরপি। এদিন দুপুর ১২টা ৪০ নাগাদ ডাউন দুন এক্সপ্রেস বর্ধমান স্টেশনের ৫নম্বর প্লাটফর্মে ঢুকলে আগাম খবরের ভিত্তিতে জিআরপি ট্রেনের সাধারণ বগি থেকে কয়েকটি বস্তায় ৬৩টি কচ্ছপ উদ্ধার করে। ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার পর পরবর্তী মেমারি স্টেশনে দাঁড়ালে সেখানে ফের অভিযান চালিয়ে জিআরপি আরও ১৩৮টি চোরাই কচ্ছপ উদ্ধার করে। যদিও পুলিশ জানিয়েছে,এই কচ্ছপ অবৈধ ভাবে নিয়ে যাওয়ার সাথে যুক্ত কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মালিকানাহীন অবস্থায় কচ্ছপ ভর্তি ব্যাগগুলি থেকে মোট ২০১টি কচ্ছপ উদ্ধার করা হয়।
উল্লেখ্য,গত কয়েকমাসে পর পর ডাউন দুন এক্সপ্রেস থেকে বর্ধমান,মেমারি স্টেশনে কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটলেও রেল পুলিশ এবং জিআরপি এই চোরা চালান বন্ধ করতে পারছে না বলে অভিযোগ। কয়েকবার কচ্ছপ পাচারের অভিযোগে পুরুষ মহিলা সহ কয়েকজন গ্রেফতার হলেও, বেশিরভাগ সময়ই পাচারকারীরা পুলিশের নাগালে আসে না। ফলে কচ্ছপ উদ্ধার হলেও চোরা কারবারিরা ধরা পড়ছে না।
ছবি - সুরজ প্রাসাদ
