Headlines
Loading...
পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফরের আগেই ভাগাড়কে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা হবে।

পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফরের আগেই ভাগাড়কে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা হবে।



ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:আগামী ২ জানুয়ারী বর্ধমানের জেলা কৃষি খামার প্রাঙ্গণে মাটি তীর্থ কৃষি কথার সপ্তম বছরে মাটি উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার আগেই বর্ধমান কালনা রোডের ময়লা ভাগাড়কে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং তাতে নীল সাদা রংয়ে মুড়িয়ে দেবার উদ্যোগ নিল বর্ধমান পুরসভা। বুধবার বর্ধমান পুরসভার জঞ্জাল বিভাগের ভারপ্রাপ্ত কাউন্সিলার খোকন দাস একথা জানান। তিনি জানান, ইতিমধ্যেই ভাগাড়ের কালনা রোডের দিকে বড় করে পাকা ড্রেন করার কাজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী আসার আগেই গোটা ভাগাড় এলাকাকে প্রাচীর ও টিন দিয়ে উঁচু করে ঘিরে ফেলা হবে। একইসঙ্গে নীল সাদা রংও দেওয়া হবে মুখ্যমন্ত্রীর পছন্দের রং হিসাবে। 
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই জেলা কৃষি খামারে এই মাটি উৎসবের দিনগুলিতে কালনা রোডের এই ময়লা ভাগাড়কে সুদৃশ্য পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রী সহ মাটি উৎসবে আগত ভিআইপিদের কাছ থেকে ভাগাড়ের বাস্তব অবস্থাকে আড়াল করার এই প্রয়াসকে ঘিরে সমালোচনার ঝড়ও বয়েছে। ইতিমধ্যে ভাগাড়ের নোংরা খোদ কালনা রোডের ওপর পুরসভার কর্মীরা ফেলে দিয়ে যাওয়া নিয়ে ব্যাপক আন্দোলনও হয়। অভিযোগ জমা পড়ে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির কাছেও। যেহেতু ওই এলাকা পঞ্চায়েতের অধীন এবং ওই রাস্তা দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ যাতায়াত করেন দুর্গন্ধ ও নোংরা সহ্য করে, তাই এলাকার মানুষের কথা চিন্তা করে জেলা পরিষদ কর্তৃপক্ষও দ্রুত ব্যবস্থা নেবার নির্দেশ দেয় পুরসভাকে। আর তার পরেই পুরসভা উদ্যোগ নেয় গোটা এলাকাটিকে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে ফেলা এবং ভাগাড়ের নোংরা জল যাতে না জমে এবং তা যেন উপচে কালনা রোডে না আসতে পারে তার জন্য হাইড্রেন নির্মাণের কাজেও হাত দেয় পুরসভা। খোকন দাস জানান, আগামী ২ জানুয়ারীর মধ্যেই এই কাজ সম্পূর্ণ করা হবে। এদিন তিনি সমস্ত কাজ খতিয়ে দেখতে ভাগাড় সংলগ্ন এলাকায় যান। তিনি জানান, এর ফলে ভাগাড়ের দূর্গন্ধও যেমন এলাকায় কোনো প্রভাব ফেলতে পারবে না তেমনি নোংরা জলও রাস্তায় এসে পড়বে না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});