Headlines
Loading...
বর্ধমানে আনন্দ মার্গের ৫দিন ব্যপী শিক্ষা প্রশিক্ষণ শিবির।

বর্ধমানে আনন্দ মার্গের ৫দিন ব্যপী শিক্ষা প্রশিক্ষণ শিবির।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শিক্ষা মানে ব্যবসা নয়। শিক্ষা মানে প্রকৃত মানবধর্ম। একজনকে সত্যিকারের মানবিক মূল্যবোধের মানুষ হিসাবে গড়ে তোলাই শিক্ষা। মঙ্গলবার বর্ধমানে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের উদ্যোগে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে একথা জানিয়ে গেলেন সঙ্ঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আচার্য বিতামোহানন্দ অবধূত। সাংবাদিক বৈঠকে তিনি জানান, আনন্দ মার্গ এই লক্ষ্য নিয়েই গুরুকুল শিক্ষায় ব্রতী রয়েছে। গোটা রাজ্য জুড়ে প্রায় ৪৫০টি স্কুল ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে প্রায় ৩ হাজার শিক্ষক রয়েছেন। ৫দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে এই সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকা সহ প্রায় ৪০০জনকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, উড়িষ্যা এবং বিহার থেকেও শিক্ষকরা এসেছিলেন এই শিবিরে। এদিন নব্য মানবাদী শিক্ষার সমর্থনে বোরহাটের স্কুল প্রাঙ্গণ থেকে রাজবাটি পর্যন্ত একটি সূদৃশ্য পথযাত্রাও অনুষ্ঠিত হয়। আচার্য শুভমিত্রানন্দ অবধূত জানান, রবিবার এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন পুর কাউন্সিলার খোকন দাস। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিটি বস্তুকে ভালবাসার মাধ্যমে জয় করার জন্য বৌদ্ধিক ও আত্মিক শিক্ষা প্রদান করা। অন্যান্যদের মধ্যে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সমিতির শিক্ষা সচিব আচার্য প্রিয়কৃষ্ণনন্দ অবধূত, আচার্য নির্মল শিবানন্দ অবধূত প্রমুখ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});